মধুমতি, চিত্রা নবগঙ্গা - বানকান পলল পেলবিত এই লোহাগড়া একটি প্রাচীন জনপদ। হিজল-তমাল, আমলকী-হরিতকী শোভিত, আম, জাম, নারিকেল, সুপারি সমৃদ্ধ এ মাটি। পাক-পাখালী মুখরিত আত্মজালা বন-বাঁদাড়ে আর ফসল ধন্য খোলা প্রান্তর নিয়ে এ অঞ্চল একদা ছিল ললিতেছিল কঠোরে মেশানো ছায়াভেজা একান্ত পাড়াগাঁ। গ্রমীন সভ্যতা বিকাশের জটিল আবর্তে লোহাগড়া প্রশাসনিক সীমানার পরিবর্তন ঘটেছে অনেক বার। এখনো সীমানা নদী মধুমতির খেয়ালী গতি নিয়ত পাল্টিয়ে দেয় উপজেলা সীমানা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS