Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
নিরিবিলি পিকনিক স্পট
বিস্তারিত

সবুজ গাছপালায় ঘেরা হাজারো পাখির কলকাকলি, আকর্ষণীয় ফুলের বাগান, মিনি চিড়িয়াখানা, দৃষ্টিনন্দন পুকুর, বাহারি ফুয়ারা, আর গ্রাম বাংলার বিলুপ্ত প্রায় লোকজ ঐতিহ্যের সমারোহে গড়ে উঠা নড়াইলের নিরিবিলি পিকনিক স্পট। আম, কাঁঠাল, নারিকেল, সুপারী, লেবু, মেহগুনি, রবার, পান্থমাধব, ক্রিস্টমাস ট্রি আর ঝাউ গাছে সমৃদ্ধ ওইপেন গাছের বেড়ায় ঘেরা ফুলের বাগানগুলোতে গোলাপ ডালিয়া, চন্দ্রমল্লিকা, কসমস, লিলি, গ্লোবল, রজনীগন্ধা, সুর্য্যমুখি ফুলের সমারোহে মনোরম এক পরিবেশ সৃষ্টি করেছে।

 
  দেশের বিভিন্ন স্থান থেকে আগত বিনোদন প্রিয় মানুষের কলকন্ঠে এ পিকনিট স্পট সবসময় মুখরিত থাকে। সারা বছর নিরিবিলি পিকনিক স্পটে বিনোদন প্রিয় মানুষের কমবেশি আনাগোনা থাকলেও শীত মৌসুমে পর্যাটকদের সংখ্যা বেড়ে যায়। প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত এ পিকনিক স্পটে প্রতিদিন দুর দুরান্ত থেকে শতাধিক বাস, মিনিবাস, কার, মাইক্রোবাস, মোটরসাইকেল, ট্যাম্পু, ভ্যান ও বাইসাইকেলে চড়ে অসংখ্য নারী পুরুষ ও শিশু আসছে। এ যেন বিভিন্ন বয়সের মানুষের এক মিলনস্থল।  
  আজ থেকে আনুমানিক ২৫০ বছর আগে এলাকাটি বনজঙ্গলে ঘেরা ছিল। সে সময় বিভিন্ন প্রজাতির গাছপালা আর বিচিত্র বন্য প্রাণীর বিচরণে নিরিবিলিতে প্রকৃতির এক বিশাল রাজ্য ছিল। হঠাৎ একদিন এখানে আবির্ভাব হন আধ্যাত্নিক সাধক পুরুষ শাহ্ পজু দেওয়ান। এ সময়ে বিভিন্ন অলৌকিক ঘটনার খবর চারিদিকে ছড়িয়ে পড়ে। দূর দুরান্ত থেকে অসংখ্যা মানুষ এই কামেল পুরুষের বাইয়াত গ্রহণের জন্য আসে। নিরিবিলি পিকনিক স্পটে প্রথম প্রবেশ পথের পাশে পজু শাহের মাজার অবস্থিত। এখানে তিনি একান্ত নিরিবিলিতে ঘুমিয়ে আছেন। কোনদিন তিনি আর জাগবেন না। নিরিবিলিতে আগন্তক দর্শানার্থী পথিকদের তিনি যেন ডেকে বলেন- দাঁড়াও বন্ধু এখানে বহুদিন আগে আমার এমন স্বপ্ন ছিল। আমারই সেই স্বপ্ন! আমারই নিরিবিলির পিকনিক স্পট !  
   
নিরিবিলিতে যেভাবে আসবেন :
বৃহত্তর যশোর জেলার অন্তর্গত বর্তমান নড়াইল জেলার লোহাগড়া থানার লক্ষীপাশার অদুরে রামপুর নামক স্থানে স্পটটি অবস্থিত।
আপনাকেও এই স্পটে পিকনিক পার্টি কিংবা বেড়াবার জন্য আসতে হলে আগে জানা দরকা
র আপনি কোথা থেকে আসবেন। আপনার বা আপনার বন্ধুদের অবস্থান যদি ঢাকা বা পদ্মার ওপারের যেকোন জেলায় হয় যেমন চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, নোয়াখালি কিংবা ময়মানসিংহ, জামালপুর। তাহলে যেভাবে আসবেন - তাহচ্ছে প্রাইভেট বা রিজার্ভ গাড়ী হলে ঢাকা থেকে ভায়া আরিচা দৌলদিয়া যশোর টু নড়াইল তারপর চিত্রা নদী পার
 
  হয়ে ১৫ মিনিটের রাস্তা নিরিবিলি পিকনিক স্পট। আর যদি একটু কম ব্যয়ে বেড়িয়ে যেতে চান তাহলে ঢাকা লক্ষীপাশা রুটের হিনো স্যালুন কোচ যেমন: সোহাগ, ঈগল, আনন্দ, দ্রুতি, দিগন্ত, খালেক, ফাইভস্টারের যেকোন একটি নিয়োমিত পরিবহনে চড়ে বসতে পারেন। ভাড়া জনপ্রতি ১২০ টাকা থেকে ১৫০ পর্যন্ত। চিত্রা নদী পার হলে ১৫ মিনিটের রাস্তা এলে দেখবেন হাই ওয়ের পাশে দাঁড়িয়ে আছে নিরিবিলি পিকনিক স্পটটি। ঢাকা থেকে অবশ্য বিমানযোগে যশোর পর্যন্ত আসা যেতে পারে। সেক্ষেত্রে অতি অল্প সময়ে যশোর এলেই একটি প্রাইভেট গাড়ী নিয়ে অনায়াসে চলে আসতে পারেন এ স্থানে। আপনার অবস্থান যদি উত্তর বঙ্গের জেলা যেমন : রাজশাহী, দিনাজপুর কিংবা কুষ্টিয়া এমনকি পাশ্ববর্তী মাগুরা ঝিনাইদহ চুয়াডাঙ্গা হয়ে থাকে তাহলে প্রথমে যশোর তারপর যশোর থেকে অনায়াসে লক্ষীপাশা রুটের বাসে আসতে পারবেন।  
  আপনি যদি ফরিদপুর কিংবা গোপালগঞ্জ, বরিশাল পটুয়াখালি জেলা থেকে আসতে চান তাহলে আপনি দুটে রাস্তার যেকোনও একটি হয়ে আসতে পারেন তা হচ্ছে ভায়া যশোর হয়ে কিংবা ভায়া গোপালগঞ্জ ভাটিয়াপাড়া কালনা ঘাট হয়ে সোজা পূর্বদিকদিয়ে সোজা স্পটে। অবশ্য এক্ষেত্রে আপনাকেই বিবেচনা করতে হবে যে আপনার জন্য কোন রাস্তাটি অধিক সুবিধা হবে।

নিরিবিলি স্পটের প্রধান ফটকটি দাঁড়িয়ে আসে খুলনা লক্ষীপাশা হাই ওয়ের পাশেই। তাই হারিয়ে যাবার কোনও ভয় নেই। এ রাস্তায় চলতে গাড়ীর জানালা খুললেই স্পটটি চোখে পড়বে। তখন তৃপ্তির নিঃশ্বাস ছেড়ে বলবেন এই তো এলাম !
 
 
দর্শনীয় বিষয়সমুহ :
প্রায় ১৪ একর জমির উপর অবস্থিত পিকনিক স্পটটিতে পিকনিক আর পার্কিং এর ব্যাবস্থা ছাড়াও বি
নোদনের জন্য রয়েছে অনেকগুলো দৃষ্টিনন্দন বাড়তি আয়োজন। এগুলোর মধ্যে মিনি চিড়িয়াখানা, মিনি মিউজিয়াম, রেস্টহাউজ, এস. এম. সুলতান আর্টগ্যালারী, কুঠিরশিল্প সামগ্রীর স্টলসহ নানা ধরনের আয়োজন।
 
 
  খুলনা লক্ষীপাশা রুটের গা ঘেঁষে রাস্তার উত্তর পার্শে সুবিশাল গেট। ঝকমকা অক্ষরে বড় বড় করে লেখা নিরিবিলি পিকনিক স্পট। দশ ফুট প্রসস্ত সোলিং রাস্তা ধরে কয়েকশত গজ ভেতরে এলেই প্রথম প্রবেশদ্বার। এই প্রবেশদ্বার দিয়ে ঢুকে সোজা চলে যাবেন স্পটের প্রশাসনিক ভবনে। এখান থেকেই শুরু করতে পারেন আপনার পরিদর্শন কার্যক্রম। এই ভবনটি দ্বিতল। নিচতলায় প্রশাসনিক কক্ষ আর দোতলায় রয়েছে রেষ্ট হাউজ ও এস. এম সুলতান আর্ট গ্যালারী। সম্মুখে চমৎকার হংস ফোয়ারা।  
  যার চারদিকটা কয়েকটি ক্রিস্টসমাস ট্রি দ্বারা ঘেরা। ডানে পুকুর। চারপাশে বাঁধানো পাড় আর শাঁনবাধা ঘাট ও ভিতরে ঝুলন্ত ব্রিজ। পুকুরের উত্তর পাড়ে রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও বিশ্বখ্যাত চিত্র শিল্পী এস. এম. সুলতানের প্রতিমূর্তি। পাশে চমৎকার ফোয়ারা। ফোয়ারার পাশ দিয়ে একটু বামে মোড় নিলে শিশুদের জন্য তৈরী বিশেষ ধরণের চরকা, তার নিকটে বিভিন্ন প্রজাতির দেশী বিদেশী শ খানেক ক্যাকটাস। এর ডানে রয়েছে একটি সুরক্ষিত ফুলের বাগান। যেখানে দেশী বিদেশী অনেক জাতের ফুলগাছ রয়েছে। এই বাগানটিতে আরও রয়েছে দুটি শাপলাকৃতি ফোয়ারা ও ঐতিহাসিক সিরাজউদৌলা খ্যাত নর্তকী আলেয়া বেগমের প্রতিকৃতি।  
   
সংরক্ষিত এই গার্ডেন থেকে বেরিয়ে সামনে এলে মিনি চিড়িয়াখানা। চিড়িয়াখানার ঠিক উত্তরে আবাসিক ভবন। এই ভবনের নিচতলায় রয়েছে নামাজের জন্য বিশেষ ব্যবস্থা। তার দক্ষিণে ১নং ভবনের পূর্ব মুখে বয়ের স্টল ও কুঠির শিল্প সামগ্রীর স্টল রয়েছে।
 
   
চিড়িয়াখানার পশ্চিম পাশদিয়ে ২নং গেটের ঠিক উত্তর পার্শে রয়েছে কামিনি গাছের তৈরী সবুজ ঘোড়া ও সবুজ হাতি। এর সামনে দিয়ে ডানে মোড় নিলে শিশুদের জন্য দোলনা। সোজা গিয়ে বামে দেখা যাবে কুঠির শিল্প সামগ্রী আর ফার্স্ট ফুডের দোকান। বই স্টলের পাশ দিয়ে একটু সামনে গেলেই পাওয়া যাবে “ইমদাদুল হক মিলন মঞ্চ” এর ঠিক ডানে ব্যাটরী চালিত গাড়ির টানিং রোড। টর্নিং রোডের ভিতরে বিত্তাকার জায়গায় রয়েছে নানান ধরণের গোলাপ ফুলের গাছ। পাশেই ঘোড়া দৌড়ের জন্য প্রসস্ত রাস্তা। কিছু দক্ষিণে কামিনি গাছের তৈরী ময়ুর, হরিণ, এ্যারোপ্লেন, পন্ডিত মহাশহের টেবিল ইত্যাদির প্রতিকৃতি।
 
  তার দক্ষিণে ফলজ বৃক্ষের বাগান। এবার একটু পেছনে ফিরে এসে পুকুরের ঝুলন্ত ব্রিজ পার হয়ে পুকুরের পূর্ব পাড়ে এলে রয়েছে মিনি মিউজিয়াম ও মিনি চিড়িয়াখানা। তার পূর্বে দিকে অন্য একটি পুকুর। এই পুকুরের উপর দিয়ে রয়েছে রূপওয়ে (ঝুলন্ত দড়ি রাস্তা) এর পূর্বে পার্শে রয়েছে সুবিশাল পেয়ারা বাগান। ঘুরে আবার আসুন মূল দ্বিতলা ভবনের বারান্দায়। এখানে দর্শনার্থীদের মন্তব্য লেখার জন্য আছে রেজিস্টার বুক। এখানে লিখে রাখা যায় আগন্তকদের সব ভাল লাগা না লাগা বিষয়।  
   
নিরিবিলি পিকনিক স্পটে যা কিছু আছে :
স্পটের উদ্যোক্তা সৈয়দ মফিজু
র রহমান দেশের বিভিন্ন পিকনিক কর্ণার আর পার্কের বিদ্যমান সুবিধা অসুবিধা, আয়োজন উপকরণ যাচাই বাছাই করে নিরিবিলিকে একদিকে যেমন করেছেন সৈন্দর্য মন্ডিত অন্যদিকে সাজিয়েছেন চড়ুইভাতি ও বিনোদনের উপায় উপকরণ দ্বারা।

এখানে রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, আবাসিক সুবিধা, বিশ্রাম সুবিধার জন্য বহু ছাউনিযুক্ত বেঞ্চি।
 
 

দর্শনীয় বিষয়সমুহ
মিনি চিড়িয়াখানা :
প্রশাসনিক ভবনের পেছনে ও পুকুরের পূর্বপাড়ে রয়েছে পৃথক দুটি মিনি চিড়িয়াখানা। এই চিড়িয়াখানায় 
রয়েছে রয়েল বেঙ্গল টাইগার, কুমির, কয়েক প্রজাতির হরিণ,ঘোড়া, বানর, হনুমান, ময়ুর, মদনটাক পাখি, মনিরা,বুজরিকা, খরগোস, পেলিকান, গিনিপিকসহ নানা ধরণের পশুপাখি।

চিড়িয়াখানায় এ সমস্ত পশুপক্ষি প্রদর্শনের জন্য রয়েছে মনোরম ঘর ও খাঁচা। দর্শনার্থীদের নিরাপত্তার কথা ভেবে করা হয়েছে মজবুত নিরাপত্তা বেষ্টনি। চিড়িয়াখানাটি আরও সম্প্রসারণের জন্য মালিক পক্ষের পরিকল্পনা রয়েছে।
 
 
তিমি মাছের কঙ্কাল :
জাদুঘরের অন্যতম আকর্ষণ তিমি মাছের কঙ্গাল। ৯৬ সালের মাঝামাঝি এটিকে সংগ্রহ করা হয় বাগেরহাটের উপকুল অঞ্চল থেকে। তিমিটি প্রলঙ্কারী ঝ
ড়ের ধাক্কায় গভীর সমুদ্র থেকে আছড়ে পড়ে বঙ্গোপসাগরের উপকুলে। অর্ধশত জেলে মাসাধিকাল পরিশ্রম করে মাছটির মাংশ ছড়িয়ে হাড়গুলোকে আলাদা করে। বহু চেষ্টা তদ্বির  করে তাদের নিকট থেকে প্রচুর অর্থের বিনিময়ে কঙ্গালটি নিরিবিলির জন্য সংগ্রহ করা হয়েছে। জাতীয় যাদুঘর ছাড়া বাংলাদেশের তিমির এতবড় কঙ্গাল আর কোথাও নেই।
 
 
এস. এম. সুলতান আর্ট গ্যালারী :
বিশ্ববরেন্য চিত্রশিল্পী এস. এম 
সুলতানের চিত্র কর্মসহ বিভিন্ন শিল্পীর অঙ্কিত ছবি স্থান পেয়েছে গ্যালারীতে। চিত্র শিল্পী এস. এম সুলতানের নামানুসারে এই গ্যালারীটির নামকরণ করা হয়েছে। সুলতানের আঁকা অনেকগুলো পেশীবহুল ছবি রয়েছে এখানে। প্রশাসনিক ভবনের দোতলায় বাম পার্শে অবস্থিত এ গ্যালারীটি পিকনিক স্পটের সৈন্দর্যকে বৃদ্ধি করেছে বহুলাংশে। দর্শনার্থীরা দোতলায় উঠে থমকে যায় এম মনোরম ছবি আর ডেকোরেশন দেখে। পুরানো আমলের ভিক্টোরিয়ান ধাচে তৈরী এ ভবনটির দেতলায় রয়েছে প্রসস্ত বারান্দা। বারান্দার দেয়লে রয়েছে কতগুলো মনোরম আলোকচিত্র। বাঁধাই করা এ আলোকচিত্র গুলো চোখ ধাঁধাবে দর্শনাথীর।
 

 
রোপওয়ে :
এই স্পটের পূর্বদিককার পুকুরের উপর দিয়ে  রয়েছে ঝুলন্ত দড়ির রাস্তা। দেশে এ ধরণের বিনোদ উপযোগী রোপওয়ে এটি ছাড়া আর নেই। বৃহত্তর সিলেটের ছাতকে এ ধরণের রেপওয়ে থাকলেও তা কেবল পাথর বহনেরজন্য ব্যবহৃত হয়। নিরিবিলিতে থাকা রেপওয়েতে দুইজন মানুষ খানিক সময়ের জন্য চড়তে পারবেন। যাতে উঠে কিছুক্ষণের জন্য হলেও পর্বত আহরনের মত আনন্দ পাবেন।
 
 
বুক স্টল :
নিরিবিলি পিকনিক স্পটের মাঝে রয়েছে একটি সৃজনশীল বইয়ের স্টল। প্রিয়জনকে উপহার দেয়ার মত বহু ধরণের বই। প্রবন্ধ, উপন্যাস, গল্প, কবিতা, ভ্রমণ কাহিনী, ছোটদের বই, অ্যাডভেঞ্চার সহ বহুধরনের বইরয়েছে এ স্টলে। বিশেষ কমিশনে স্টল থেকে বই সংগ্রহ করার সুবিধা রয়েছে।

বুক স্টলে অন্য একটি বাড়তি আকর্ষণ হচ্ছে বিভিন্ন সময়ে এ স্টলে দেশের খ্যাতনামা লেখক সাহিত্যিকরা এসে বসেন। তাঁদের অটোগ্রাফসহ বই সংগ্রহের সুযোগ রয়েছে।
 





 
 
পুকুর :
নিরিবিলি পিকনিক স্পটের একটি বিশেষ দর্শনীয় বিষয় হচ্ছে এখানকার দুটি পুকুর। দুটি পুকুরের একটি স্পটে ঢুকলেই দর্শকের চোখে পড়বে। এ পুকুরের বিশেষকয়েকটি আকর্ষণ রয়েছে। এর মধ্যে শানবাধা ঘাট, ঝুলন্ত ব্রীজ, ডলফিন, ফোয়ারা আর শাম্পান নৌকা।

চমৎকার শানবাধা ঘাটটিতে রয়েছে বসার মত দুটি বড় ঠেস বেঞ্চি আর উপরে ছাউনি। এই বেঞ্চিতে বসে পুকুরের দিকে তাকালে চোখে পড়বে পুকুরের চার কোনায় চারটি ডলফিন ফোয়ারা। চোখ যাবে পুকুরের ঝুলন্ত ব্রীজের দিকে। কাঠের তৈরী এ ব্রীজে উঠে পুকুরের এ পাড় থেকে ও পাড়ে যাওয়া যায়। ব্রীজের মঝে রয়েছে একটা বিশেষ ধরণের ছাউনি। খড়ের তৈরী পাহাড়ি টিলায় সীমান্ত চৌকির মত নির্মিত এ ছাউনির নিচে ব্রিজের রেলিং ধরে দাঁড়িয়ে থাকতে ইচ্ছা হবে অনেকক্ষণ। সেতু থেকে হয়তো হঠাৎ চোখ পড়বে পুকুরের ভাসমান নৌকাটির দিকে। নামমাত্র ভাড়ায় কিছুক্ষণের জন্য এ নৌকায় চড়া যায়। নৌকা নিজ হাতে চালাবার জন্য ব্যবস্থা আছে। আছে বৈঠা আর হাল। সঙ্গের বন্ধুকে হাল ধরতে বলে আপনি বৈঠা চালাবেন। 
 
 
স্টাচু :
নিরিবিলি পিকনিক স্পটের ভেতরে স্থানীয় শিল্পীদের নির্মিত কয়েকটি স্টাচু রয়েছে। এর মধ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের জাতীয় কবি কাজী নজরম্নল ইসলাম, এস. এম সুলতানের প্রতিমূর্তি ও ঐতিহাসিক নর্তকী আলেয়ার প্রতিমূর্তি বড়ই মনোরম। কাজী ইমরানের তৈরী এই স্টাচুগুলি স্পটের সৈন্দর্যকে বৃ্‌দ্ধি করেছে বহুলাংশে। স্পটে কাজী ইমরানের তৈরী অন্য কর্মটি হচ্ছে আলেয়ার প্রতিকৃতি। ফোয়ারার পানিতে সিক্ত  স্বচ্ছবাসনা নৃত্যপটিয়সী আলেয়ার মুক্তমনের দর্শনার্থিদের একটা বিশেষ আকর্ষণ হয়ে দেখা দেয়। সমপ্রতি নির্মিত বেদে বৌর সাপের ডালা মাথায় নৃত্যরত ভঙ্গির প্রতিকৃতিটি চমৎকার লাগে।
 
 
ফোয়ারা :
নিরিবিলির আকর্ষণগুলোর 
অন্যতম বিভিন্ন স্থানে স্থাপিত কয়েকটি জল ফোয়ারা। বিশেষভাবে নির্মিত এ ফোয়ারাগুলো চমৎকার দেখায়। এর মধ্যে শাপলাকৃতি ফোয়ারা, বৃত্তাকার ফোয়ারা, ডলফিন ফোয়ারা, হংশ ফোয়ারা উল্লেখযোগ্য। মতিঝিল শাপলা চত্বরের অনুকরণে নির্মিত শাপলাকৃতির দুটি ফোয়ারা রয়েছে স্পটের পূর্ব উত্তর কোণার ফুলের বাগানটিতে। চারপাশের দেশী বিদেশী জাতের বাগানে ফোটা ফুলের মাঝে ফুটে আছে দুটো জলে ফোটা ফুল শাপলা। ফুল দুটে বাগানের অন্যসব ফুলের সাথে একাকার হয়ে গেছে। স্পটের প্রশাসনিক ভবনের সম্মুখে হংশ ফোয়ারাটি এক বিশেষ শিল্পকর্মের নিদর্শন। দুটো রাজহংশ সারাক্ষণ পানিতে পা ভিজিয়ে দাঁড়িয়ে আছে মুখোমুখি।
 
 
গাছের প্রতিকৃতি :
এই স্পটের বিভিন্ন জায়গায় রয়েছে কামিনি গাছে তৈরী বিভিন্ন প্রকার প্রানী ও বস্তুর চমৎকার সব প্রতিকৃতি। এর মধ্যে রয়েছে হাতি, ঘোড়া, ময়ুর, বাঘ, সিংহ, এ্যারে প্লেন পন্ডিত মহাশয়ের টেবিল সহ নানাবিধ আকর্ষণীয় সব আইটেম। জীবন্ত গাছ পালা দিয়ে বিশেষ কায়দায় তৈরী সব প্রতিকৃতি দারুণ দেখায়।

পন্ডিত মশায়ের চশমা পরা চোখে লাঠি হাতে ছাত্রকে শাসন করার দৃশ্য দর্শনার্থীদের অবাক করে দেয়। গোমড়া মুখি মানুষও পন্ডিত মশায়ের টেবিলের সামনে গিয়ে হেসে ফেলেন।
 







 
 
শিশুদের বিনোদন :
শিশুদের বিনোদনের জন্য এই স্পটে রয়েছে কয়েকটি আয়োজন। এর মধ্যে চরকা, দোলনা ও টার্নিং কার উল্লেখযোগ্য। স্পটের উত্তর পার্শ্বে শিশুদের বিনোদনের জন্য নির্মিত চরকায় আপনার শিশু চড়তে পারে কিছুক্ষণের জন্য। শিশুকে চরকার চেয়ারে বসিয়ে আপনি দাঁড়িয়ে থাকবেন চত্তরের বাইরে। কয়েক পাক পরে দেখবেন আপনার শিশুর বুক ভরে গেছে হাসি আর খুশিতে। শিশু ও কিশোরদের বিনোদনের জন্য রয়েছে একটি দোলনা। দোলনায় দুলে মানব শিশু বড় হতো এক সময়। সময়ের বিবর্তনে এই দোলনা হারিয়ে গেছে। এখন তা শুধু হয়ে আছে গল্পের মতো। শিশুকে এই দোলনায় চড়িয়ে বেড়িয়ে আসতে পারেন সেই গল্পের দেশে।

শিশুর মন রোবপোপ আর রবিন হুডের দুর্দন্ত সাহসি। কিন্তু দেহ আর কাঠামো খুবই কোমল। কোমলমতি শিশুর খানিক দুর্দান্ততা প্রকাশ পেতে পারে স্পটের টার্নিং কার চালনার মাধ্যমে। একটি সুন্দর গেলাকার রাস্তায় ব্যটারী চালিত গাড়ি চালাবার সুযোগ রয়েছে শিশুদের। নামমাত্র ভাড়ায় গাড়িটি ড্রাইভ করা যায়। এই টার্নিং রাস্তার বৃত্তাকার জায়গায় রয়েছে নানা জাতের দেশী বিদেশী গোলাপ।
 
 
সংরক্ষিত ফুলের বাগান :
নিরিবিলি পিকনিক স্প
টের উত্তরপূর্ব কর্ণারে রয়েছে একটি সংরক্ষিত ফুলের বাগান। ওইপেং গাছের বেড়া দ্বারা বেষ্টিত এ বাগানটিতে রয়েছে নানা জাতের দেশী বিদেশী ফুলের গাছ।

এর মধ্যে গোলাপ, ডালিয়া, চন্দ্রমল্লিকা, গ্লোবল, লিলি, রজনীগন্ধা, কসমস, সূর্যমূখি এবং গাঁদা ফুল গাছ উল্লেখযোগ্য। এই ফুলের বাগানটিতে ফুলের গাছ ছাড়াও রয়েছে পার্থপাদক, রবার গাছসহ অনেক রকমের ফলজ ও কাঠের বৃক্ষ। এখানে দুটি শাপলা ফোয়ারা ও আলেয়ার প্রতিকৃতি রয়েছে।
 
 
পেয়ারা বাগান :
স্পটের পাশে রয়েছে বি
শাল পেয়ারা বাগান। এ বাগানে আছে অনেকগুলো বিশ্রাম বেঞ্চি। বাগানটি বড়ই চমকৎকার লাগে। চা বাগানের ছায়া বৃক্ষের মত সারাদিন ছায়া দিয়ে যায় দর্শনার্থীদের। এখানে বসে প্রিয়জনের সাথে একান্ত নিরিবিলি গল্প করা যায়।

নিরিবিলি নামের পূর্ণ সার্থকতা খুঁজে পাওয়া যায় এই পেয়ারা বাগানে বসে। বাগানে যদি বসন্ত থাকে তাহলে কোকিলও ডাকে। কোকিলের ডাক শুনে মন জুড়িয়ে যাবে।
 

 
 
ইমদাদুল হক মিলন মঞ্চ :
স্পটের বিভিন্ন প্রকার সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানাদি সম্পন্ন করার জন্য রয়েছে একটি মঞ্চ। এ মঞ্চটির নামকরণ করা হয়েছে প্রখ্যাত উপন্যাসিক ও টিভি নাট্যকার ইমদাদুল হক মিলনের নামানুসারে। ১৯৯৮ সালের ফেব্রুয়ারীতে ইমদাদুল হক মিলন নিরিবিলি পিকনিক স্পটে তাঁকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগদেন। এ সময় স্পটের স্বত্বাধিকারী ইমদাদুল হক মিলনের সম্মানে যে মঞ্চটিতে তিনি বক্তটিতে রেখেছিলেন সেখানে ‘ইমদাদুল হক মিলন মঞ্চ’ নামে একটি স্থায়ী মঞ্চ করার ঘোষণা দেন। অতপর পরর্তীতে সেখানে মঞ্চ নির্মাণ করা হয়।

মঞ্চটির উপরিভাগ সবুজ ঘাষে ঢাকা। যা দেখতে মনোরমই লাগে। এখানে সামাজিক সাংস্কৃতিকঅনুষ্ঠানের পাশাপাশি পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানাদি যেমন বিবাহ, জন্মদিন বৌভাতসহ সকল প্রকার অনুষ্ঠান করা যায়।
 
 
গাছপালা :